ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ১৪ এপ্রিল ২০১৮

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাংলা ১৪২৫ নতুন বছরকে বরণ করতে বৈশাখী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা কমপ্লেক্সে  মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি এ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী, অফিসার ইনচার্জ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন, মশিউর রহমান বেলাল, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ।

শোভাযাত্রা শেষে উপজেলার কবি আব্দুল হাকিম অডিটিরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি