ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১৭ এপ্রিল ২০১৮

রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইদুল নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধাওয়াপড়া জৌকুড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে জানিয়েছেন ওসি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি