ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে স্ত্রী হত্যার অভিযোগে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২০ এপ্রিল ২০১৮

গাজীপুরের শ্রীপুরে বেদেনা আক্তার (৫০) নামে এক নারী গার্মেন্টকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী ফজর উদ্দিনকে (৬৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেদেনা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার দেইল লেংড়া গ্রামের মৃত আবদুল খালেকের মেয়ে বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার আতাবুদ্দিনের বাড়িতে তিন মেয়ে ও স্বামী ফজর উদ্দিনকে নিয়ে ভাড়া থাকেন পাঁচ সন্তানের জননী বেদেনা আক্তার। ফজর উদ্দিনের এটি দ্বিতীয় সংসার। আগের সংসারে তার ৭ ছেলেমেয়ে রয়েছে। বেদেনা ও তার তিন মেয়ে স্থানীয় রিয়েলা টেক্সটাইল মিলে চাকরি করে। অভাব অনটনের সংসারে বেদেনার সঙ্গে প্রায়ই বেকার স্বামীর ঝগড়া-বিবাদ লেগে থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় বেদেনা ঘরে ঘুমিয়েছিল। এ সময় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বেদেনাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তার স্বামী। এতে বেদেনা ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, এ ঘটনা দেখতে পেয়ে বেদেনার ছোট মেয়ে রুবিনা ডাক-চিৎকার দেয়। এতে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং দা`সহ ফজর উদ্দিনকে ঘরে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এবং ফজর আলীকে আটক করে শ্রীপুর মডেল থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি