ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৫ এপ্রিল ২০১৮

সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, বুধবার সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবোঝাই ট্রাক একইদিক গামী একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী মাল বোঝাই ট্রাকের চালক নিহত হন। পরে খবর পেয়ে দমকল বাহিনী ও সেতু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলে। পরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় খুঁটিবাহী ট্রাকটিকে আটক করা যায়নি বলে জানান ওসি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি