ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরিত হয়ে মা-মেয়ের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৩১, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরিত হয়ে বসতঘরে আগুন লেগে মা-মেয়ের করুণ মৃত্যু এবং ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার রাতে রাজনগর সদর ইউনিয়নের ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত দুজন হলেন- ওয়াছির মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে শাহিনা বেগম (২৪)। রোকেয়া বেগমের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার রোকেয়া বেগমের মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় ওয়াছির মিয়ার ছেলে মুন্না আজিজকে (২৭) ঢাকায় পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াছির মিয়ার ঘরে ফ্রিজের গ্যাস বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লাগতে পারে। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে। শাহিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি