ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ২৭ এপ্রিল ২০১৮

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল আলম নুরু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার সময় রফিক উল্লাহ ও রুবেল নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চন্দ্রগঞ্জের গণিপুর গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি ও ২টি ধারালো কিরিজ উদ্ধার করা হয়েছে।

নিহত নুরু উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চন্দ্রেগঞ্জের গণিপুর এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার গুলি ছুড়লে এতে নুরুল আলম নুরু গুলিবিদ্ধ হন। কিন্তু অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ নুরুকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি