নগরীর ছোঁয়া পায়নি গাজীপুর সিটির ১৩ নং ওয়ার্ডবাসী (ভিডিও)
প্রকাশিত : ১৭:২৭, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:২৮, ২৮ এপ্রিল ২০১৮
প্রায় সব রাস্তাই কাঁচা, তাও ভাঙ্গাচোরা। বর্ষায় চরম দুর্ভোগে পড়ে গাজীপুর সিটির ১৩ নম্বর ওয়ার্ডবাসী। ইটভাটার ধোঁয়া আর কলকারখানার বর্জ্যে দূষিত পানি হুমকিতে ফেলছে জীবন ও পরিবেশ।
সাবেক বাসন ইউনিয়নের পাঁচটি গ্রাম ও পৗরসভার কিছু অংশ নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড। ভোটার সাড়ে ১৮ হাজার। গাজীপুর সিটি ঘোষণার শুরুতেই এই এলাকাও অন্তর্ভুক্ত হয়। কিন্তু পাঁচ বছরে কোথাও লাগেনি শহরের ছোঁয়া।
সামান্য বৃষ্টিতেই বেশিরভাগ রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়ে। প্রায়ই ঘটে দুর্ঘটনা। আর রাত হলে তো কথাই নেই।
ইটভাটা ও কলকারখানা যেন মরার উপর খাড়ার ঘা। চড়িয়ে পড়ছে নানা রোগ-ব্যাধি। বেশি আক্রান্ত হচ্ছে শিশু-কিশোররা।
বর্ষায় গাজীপুর সিটির ১৩ নম্বর ওয়ার্ডের অনেক এলাকায় নৌকাই এখনও মূল বাহন। তাই প্রার্থীদের কাছে রাস্তাঘাটের উন্নয়নে প্রতিশ্রুতি চান ভোটাররা।
একে// এআর
আরও পড়ুন