ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় নিহত ৫ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ৪ মে ২০১৮ | আপডেট: ২০:২৩, ৪ মে ২০১৮

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যে আগতদের ওপর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পাঁচজন। শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে উপজেলার বেতছড়িতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মো. আলমগীর।

নিহতরা ব্যক্তিরা হলেন- ইউপিডিএফের (গণতন্ত্র) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বরমা, সুজন চাকমা, প্রণব চাকমা, সেতু চাকমা ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালক মো. সজীব।

একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

গতকাল বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাও সন্ত্রাসীদের হামলায় নিহত হন। তারই শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফিরছিলেন আজকের নিহতেরা।

ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতা লিটন চাকমা জানান, তারা সন্ত্রাসী হামলার ঘটনা শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার পথে শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি