জলাবদ্ধতায় অতিষ্ঠ গাজীপুর সিটির বাসিন্দারা (ভিডিও)
প্রকাশিত : ১৪:৫৬, ৪ মে ২০১৮ | আপডেট: ১৫:১৮, ৪ মে ২০১৮
শিল্প কারখানার বর্জ্য আর জলাবদ্ধতায় অতিষ্ঠ গাজীপুর সিটির ৩৮ নম্বর ওয়াডের্র বাসিন্দারা। ভোটাররা বলছেন, সমস্যা সমাধানে বিগত সময়ে তেমন কোনও কাজ হয়নি এই ওয়ার্ডে। বৃষ্টি হলেই নিচু এলাকার অধিকাংশ রাস্তা ডুবে যায় পানিতে। আগামী নির্বাচনের পর নতুন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন আশা এলাকাবাসীর।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড। ছোট বড় প্রায় দুই শ’ শিল্প কারখানা রয়েছে এই এলাকায়। শিল্পবর্জ্য দূষিত করছে আশপাশের পরিবেশ।
এই ওয়ার্ডে ভোটার রয়েছেন ২২ হাজারের মতো। গাজীপুর সিটি কর্পোরেশন হিসাবে প্রতিষ্ঠার পর থেকে কারখানা বর্জ্য ব্যবস্থাপনার আশায় এখানকার বাসিন্দারাও। তবে গত পাচ বছরে তা বাস্তবায়ন হয়নি।
এছাড়া জলাবদ্ধতা সমস্যা তো আছেই। একটু বৃষ্টিতেই নিচু এলাকার রাস্তায় পানি জমে যায়। ভোটারদের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি।
একে/ এমজে
আরও পড়ুন