ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার নওগাঁয় পা হারানো কিশোরের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পা হারানো নিলয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিলয় (১৫) শহরের মাস্টারপাড়া এলাকার আফতাব মোল্লার ছেলে। তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন নিলয়সহ তিন বন্ধু। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে শান্তাহার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিলয়ের পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়।

তিনি বলেন, স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর আধুনিক হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি