ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ট্রেনের নিচে পড়ে স্কুলছাত্র নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের হাটহাজারীতে তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে সিয়াম শাওন (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বেলা ৩ টার দিকে হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন রাউজানের গহিরা ইউনিয়নের ধলইনগর এলাকার প্রবাসী মজিবুর রহমানের ছেলে। সে হাটহাজারী সদরের নলেজ স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সঙ্গে হাটহাজারী সদরের ইস্টার্ন আবাসিক এলাকার শফি ম্যানসনে।

জানা গেছে, ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের তেলবাহী ধীরগতির ট্রেনটিতে সিয়াম তার বন্ধুদের নিয়ে উঠে পড়ে। প্ল্যান্টের কাছাকাছি এসে পড়ায় সে ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায়। ট্রেনে কাটা পড়ে শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়।

কেআই/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি