ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বজ্রপাতে সুনামগঞ্জে  ২জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ৫ মে ২০১৮

বজ্রপাতে সুনামগঞ্জে এক এইচএসসি পরীক্ষার্থীসহ এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাফেলা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহতরা হলেনগৌরারং ইউনিয়নের উজান শাফেলা গ্রামের একা রানী দাশ (১৮) ও ভাটি শাফেলা গ্রামের এখলাছ মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানান, উজান শাফেলা গ্রামের রাধিকা রঞ্জন দাসের মেয়ে একা রানী দাশ এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। দুপুরের দিকে ধান শুকানোর খলায় তার বাবার জন্য ভাত নিয়ে গ্রামের পাশের এক খলায় যাচ্ছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে একা রানী পথের পাশের একটি গাছের নিচে দাঁড়ান।

অন্যদিকে পাশেই ধানমাড়াইয়ের কাজে করছিলেন এখলাছ মিয়া। বৃষ্টি বেড়ে যাওয়ায় এখলাছ মিয়াও ওই গাছের নিচে আসেন। পরে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

 এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি