ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৭ মে ২০১৮ | আপডেট: ০৯:৪৭, ৭ মে ২০১৮

কুষ্টিয়ার দৌলতপুরে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত সেই সন্ত্রাসীর নাম আলতাফ হোসেন (৩৮)। সোমবার ভোর ৪টার দিকে দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া মাঠে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন উপজেলার বোয়ালিয়া গ্রামের মোশররফ হোসেনের ছেলে।


ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশিত করে বলেন, আলতাফ হোসেনের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও কয়েকটি রামদা উদ্ধার করে।
মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি