ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৭ মে ২০১৮ | আপডেট: ১০:০৪, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের পাথালিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, ট্রাকের যাত্রীরা খুলনা বটিয়াঘাটার বাসিন্দা। হতাহত ব্যক্তিরা সবাই শ্রমিক। গোপালগঞ্জে ধান কাটা শেষ করে তারা ধান নিয়ে খুলনায় ফিরছিলেন।

গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়েছেন বলে জানা যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি