ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় ট্রাকের চাপায় পুলিশসহ ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ১১ মে ২০১৮

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারের পুলিশ ফাঁড়ির কাছে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পুলিশের এক সোর্স নিহত হয়েছেন।

নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, এএসআই মোহাম্মদ মিরাজ উদ্দিন(৩০)  ও  সোর্স রাজু মিয়া(২৪)। নিহত এএসআই মিরাজ উদ্দিনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। আর সোর্স রাজু মিয়ার নেত্রকোনা শহরের চকপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত এএসআই মোহাম্মদ মিরাজ উদ্দিন(৩০) ও তার সঙ্গে থাকা সোর্স রাজু মিয়া(২৪) বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে অভিযান থেকে ফিরছিলেন। রাত ১১টা ৪৫মিনিটে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারের পুলিশ ফাঁড়ির এক থেকে দেড়শ গজ দূরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা পুলিশ কর্মকর্তা ও তার সোর্স মারা যান।

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি