ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১১ মে ২০১৮

নেত্রকোনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে আব্দুল মালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে শুরু হওয়া আধাঘণ্টার ঝড়ে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঝড়ে শহরের বিভিন্ন এলাকার সড়কে গাছ, রাজনৈতিক নেতা-কর্মীদের সাঁটানো তোরণ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করছে।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান জানিয়েছেন, ঝড়ে গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি