ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অভিযানেও নিয়ন্ত্রণে করা যাচ্ছে না পণ্যের দাম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ১১ মে ২০১৮ | আপডেট: ১১:৩৪, ১২ মে ২০১৮

রমজান শুরুর আগেই বন্দরনগরীতে বাড়তে শুরু করেছে চট্টগ্রামে নিত্য পণ্যের দাম। বাজার স্থিতিশীল রাখতে দফায় দফায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালালেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের দাম।

মূল্যবৃদ্ধির জন্য বরাবরের মত সরবরাহ কম থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। বাজার স্থিতিশীল রাখতে সরকারের মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার দাবি করেছেন ক্রেতারা।

বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস।

রজমানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে গেল বুধবার থেকে শুরু হয়েছে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম। নগরীর বিভিন্ন বাজার, শপিং মলে নিয়মিত চলছে এই অভিযান।

তবুও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বাজার। এক সাপ্তাহের ব্যবধানে প্রতিকেজি সবজির মূল্য বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বেড়েছে মাছ, মাংস, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। তবে এ জন্য বরাবরের মত সরবরাহ কম থাককে দুষলেন বিক্রতারা।

এদিকে বাজার স্থিতিশীল রাখতে মূল্য তালিকা টাঙ্গানোসহ জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার কথা জানান বাজার কমিটির কর্মকর্তারা।

তবে, নিত্যপণ্যের উর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার পাশাপাশি সরকারি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন ক্রেতারা।

রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবে প্রশাসন, এমটাই চান নগরবাসি।

ভিডিও: 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি