ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের শহর রক্ষা বাঁধে ভাঙন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৭:৪৬, ১৩ মে ২০১৮

কয়েকদিনের বৃষ্টিতে ভেঙ্গে গেছে ময়মনসিংহের শহর রক্ষা বাঁধের কয়েকটি পয়েন্ট। হুমকির মুখে শহরের বেশ কিছু এলাকা। বাঁধ ভাঙ্গার জন্য ময়মনসিংহ পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ড একে অপরকে দোষারোপ করলেও স্থানীয়দের দাবি দ্রুত মেরামতের।

বৃষ্টির পানিতে এভাবেই ভেঙ্গে গেছে শহরের জয়নুল আবেদীন পার্কসহ বুড়া পীরের মাজারের সামনের শহর রক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্ট। ফাটল ও ভাঙনের উপক্রম আরও কিছু অংশ।

নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, রক্ষণাবেক্ষণের অভাব আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাঁধটির এই অবস্থা বলে জানান স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের দাবি, বাঁধের পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাঁধ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে, বাঁধ রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব পাউবো’র।

এদিকে, বাঁধ নির্মাণে গাফিলতির সাথে জড়িতদের চিহ্নিত করার দাবি স্থানীয় পরিবেশ রক্ষা আন্দোলনের এই নেতার। জনস্বার্থে বাঁধটি দ্রুত মেরামতের দাবি শহরবাসীর।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি