ফেনী থেকে বিএনপি-জামাতকে উৎখাত করেছি: করিম উল্যাহ
প্রকাশিত : ২২:২৩, ১৪ মে ২০১৮
ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বি.কম বলেছেন, বিএনপি-জামাত ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে জঙ্গী বানিয়েছে। ক্ষমতা হারিয়ে দেশে আগুন সন্ত্রাস করে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা পাশবর্তী দেশ ভারতেও সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করেছে। ফলে ভারত কখনো চায়না বিএনপি ক্ষমতায় আসুক।
সোমবার (১৪ মে) জাতীয় শ্রমিক লীগ ফেনী সদর উপজেলা শাখার কমিটি গঠন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামাত সারাদেশে হরতাল-অবরোধ দিয়ে তাদের তান্ডবের সময় আমাদের প্রিয় নেতা নিজাম হাজারীর নির্দেশে মাত্র আধা ঘন্টার মধ্যে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ঐক্যবদ্ধ ভাবে ফেনী থেকে বিএনপি-জামাতকে উৎখাত করেছি। ফেনীতে আর কোনদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না।
ফেনী জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি সামছুদ্দোহা দুলাল। সাধারণ সম্পাদক জালাল আহাম্মদ হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউল হক হাজারী, ফেনী জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ফেনী সদর উপজেলা শাখার আহবায়ক শামীম হায়দার, জেলা জুয়েলারী সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন, মোটবী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবিসহ সদর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, আমাদের আশপাশের দেশগুলোতে টানা তিন বার ক্ষমতায় আসার নজির নেই। প্রচুর উন্নয়ন কমকান্ড করায়, বাংলাদেশে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে কোন বাঁধা নেই। তবে আন্তর্জাতিক শক্রদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে।
সভায় শামীম হায়দারকে সভাপতি, ডা. ওমর ফারুককে সহ-সভাপতি, প্রিয় লাল পালকে সাধারণ সম্পাদক, আবু শাহীনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ওসমান গনি মিরণকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক লীগ ফেনী সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন ফেনী জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহাম্মদ হাজারী। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসি
আরও পড়ুন