ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ১৫ মে ২০১৮

কুষ্টিয়ায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে জেলা শহরের মিলপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প থেকে পাঠানো খুদেবার্তায় জানানো হয়, মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামিদুল ইসলাম নিহত হয়েছে।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি