ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত থেকে ফেরার পথে শিশুসহ আটক ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২০ মে ২০১৮

Ekushey Television Ltd.

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় শিশুসহ তের বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। রোববার দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।   

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, গোপন সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু পার হয়ে পুটখালী গ্রামের পশ্চিম পাড়া একটি আম বাগানে অবস্থান করছে। বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তিন জন পুরুষ, ছয় জন নারী ও চার শিশুকে আটক করে।  

এদের বাড়ি যশোর, নড়াইল গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি