ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জ্বালানী তেল সংকটে মৌলভীবাজার [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২২ মে ২০১৮

শ্রীমঙ্গল ডিপোতে সরবরাহ অর্ধেকে নেমে আসায়, জ্বালানী তেল সংকটে পড়েছে মৌলভীবাজারসহ আশপাশের জেলাগুলো।

চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন সপ্তাহে দু’বারে জায়গায় আসছে একবার। এ অবস্থায় প্রতি সপ্তাহেই ঘাটতি দেখা দিচ্ছে।

পাঁচ মাস ধরে জ্বালানী সরবারহে বিঘ্ন ঘটছে শ্রীমঙ্গলে। এখানকার পদ্মা, মেঘনা, যমুনা তেল ডিপোতে এখন প্রতি সপ্তাহেই ঘাটতি। জ্বালানী নিতে আসা ট্যাংক লরিগুলো থাকে দীর্ঘ অপেক্ষায়।

যানবাহনের পাশাপাশি চাষাবাদের যন্ত্রে ব্যবহারের কারণে, নভেম্বর থেকে মে মাস পর্যন্ত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ডিজেলের চাহিদা বেড়ে দাড়ায় প্রতি মাসে প্রায় ৭০ লক্ষ লিটার। শ্রীমঙ্গলে এখন সরবরাহ অর্ধেকের মতো, তাই বেগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ডিপো কর্মকর্তারা বলছেন, আগে চট্টগ্রাম থেকে সপ্তাহে দু’বার তেলবাহী ট্রেন আসতো শ্রীমঙ্গলে। এখন আসে একবার।

জ্বালানী সরবরাহ সংকট নিরসনে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গ্রাহকরা।

 এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি