ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় ‘বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ২৫ মে ২০১৮ | আপডেট: ১০:৪৪, ২৫ মে ২০১৮

নেত্রকোনার সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশ। গোলাগুলিতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মনাং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫শ থেকে ৭শ গ্রাম হেরোইন, ৩ হাজারেও বেশি ইয়াবা ট্যাবলেট ও দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার মনাং এলাকায় মাদক ব্যবসায়ীদের আখড়ায় অভিযানে গেলে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই মাদক ব্যবসায়ী গুরুতর আহত হলে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি