ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ২৫ মে ২০১৮

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইয়াবা ব্যবসায়ীদের দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমদ নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১ হাজার পিস ইয়াবা এবং ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আফরুজুল হক টুটুল জানান, ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অন্যরা পালিয়ে যায়। তখন সেখান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার মৃতদেহটি একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোস্তাকের বলে শনাক্ত করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি