ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৮ মে ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আইপিএল খেলাকে কেন্দ্র করে রুবেল (২৩) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুবেল মুড়াপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার মৃত আজমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের বড় ভাই মোমেনের সঙ্গে একই এলাকার সুরুজ, নয়ন ও কাজল আইপিএল খেলাকে কেন্দ্র করে বাজি ধরে। ওই বাজিতে সুরুজ, নয়ন ও কাজল হেরে যায়। কিন্তু তারা মোমেনের কাছে বাজির টাকা ফেরত চাইলে মোমেন বাজির টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ বাজির টাকার ঘটনাকে কেন্দ্র করে মোমেনের নগরপাড়ার বাড়িতে গিয়ে সুরুজ, নয়ন ও কাজলসহ আরও বেশ কয়েকজন মিলে সন্ধ্যায় মোমেনকে মারধর করে। এ খবর পেয়ে রুবেল মোমেনকে বাঁচাতে ছুটে এলে তারা রুবেলকেও এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান রুবেল।

রুবেলের খুনিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি মনিরুজ্জামান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি