ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে মাদকে বিপথগামী হচ্ছে সব বয়সীরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৯ মে ২০১৮

ময়মনসিংহের সর্বত্র ছড়িয়ে পড়ছে মরণনেশা মাদক। বিপথগামী হচ্ছে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ।

মাদকের কারণে বাড়ছে খুন, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধ। এ’নিয়ে উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজ।

ময়মনসিংহ শহরের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে পরিত্যক্ত বাসাবাড়িতে বসে মাদকের এমন আসর। আর উদ্ধার অভিযানের পর তা ধ্বংসের এ’ দৃশ্যই বলে দেয় মাদকের সহজলভ্যতার কথা।

মেডিকেল কলেজ হাসপাতাল ও রেলস্টেশন এলাকাসহ শহরের শতাধিক স্পটে প্রতিদিন ইনজেকটিভ মাদক, গাজা ও হেরোইন নেয়ার এমন আসর বসে। শিক্ষা প্রতিষ্ঠানেও তা ছড়িয়ে পড়ার কথা জানান এই মাদক ব্যবসায়ি।

সহজলভ্যতার কারণে মাদক ছড়িয়ে পড়ছে বলে জানায় মাদকসেবী ও স্থানীয়রা। পুলিশের ছত্রছায়ায় এ’সব চলছে বলেও অভিযোগ তাদের।

মাদকের ভয়াবহ বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন নাগরিক সমাজ।

মাদক প্রতিরোধে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পুলিশ। আর জনবল সংকটের কথা জানালেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।

মাদকের মামলায় গত ১৫ মাসে ময়মনসিংহ জেলা পুলিশ দুই হাজার ৯শ’ ৮৭ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনশ’ ৪৩ জনকে গ্রেফতার করেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি