ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মাদক বিরোধী অভিযানে আরও ১১ জন নিহত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৯ মে ২০১৮ | আপডেট: ১২:২৯, ২৯ মে ২০১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে আরও ১১ ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।

এর মধ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মারা গেছে ৮ জন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। আর মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে ৩ জন।

এছাড়া সাঁড়াশি অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতভর দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর দক্ষিণখানের আশিয়ান সিটিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য।

এদিকে কুমিল্লার মুরাদনগরে গুঞ্জর বেরিবাঁধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পরে বাতেন ও লিটন নামে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৪শ’ বোতল ফেন্সিডিল, একটি পাইপ গান, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানিক ও আহসান নামে দু‘জনের মৃতদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের ভালুকার পাড়াগাও এলাকায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী মিজান নিহত হয়েছে। সেসময় পুলিশের ২ সদস্যও আহত হয়। সেখান থেকে হেরোইন ও অস্ত্র উদ্ধার করা যায়।

এছাড়া বন্দুকযুদ্ধে মারা গেছে কুষ্টিয়ার দৌলতপুরের ২ শীর্ষ মাদক ব্যবসায়ী মুকাদ্দেস ও রহমান।

ঠাকুরগাঁয়ের হরিপুরে বন্দুকযুদ্ধে হারুন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দু’পক্ষের গোলাগুলিতে জনি মিয়া নামে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

এছাড়া সাতক্ষীরার কলারোয়া থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত এক সপ্তাহে দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানে শতাধিক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে দাবি করেছে আইনশৃংখলা বাহিনী।

ভিডিও: https://www.youtube.com/watch?v=IBOGnQwqys4

/ এআর /

 

 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি