ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সহ-সভাপতিকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ৩০ মে ২০১৮ | আপডেট: ১০:৪৩, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

দুর্বৃত্তের গুলিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ২টা ৩০মিনিটের দিকে সদর উপজেলার হরিপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে নাজমুলের শোবার ঘরে ঢুকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমুলের খালতো ভাই মিলন জানান, রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা নাজমুলের মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাজমুল হত্যার পেছনে কে বা কারা জড়িত এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে নিহতের পরিবারের সদস্যরাও প্রাথমিকভাবে ধারণা করতে পারছেন না, নাজমুলকে কি কারণে হত্যা করা হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি