ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্থানীয় দু’গ্রুপের মারামারি

ময়মনসিংহে বিএনপি নেতা জখম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৭, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আলী আকবর আনিসকে কুপিয়েছে নিজ দলীয় উপজেলা চেয়ারম্যানের ক্যাডাররা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারুন পার্কের সামনে এ ঘটনা ঘটে।

প্রথমে আনিসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত আলী আকবর আনিস জানান, আগামী রবিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের দাওয়াত দিয়ে ফেরার পথে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণের ক্যাডাররা তাকে কুপিয়ে আহত করে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ জানান, স্থানীয় বিএনপির দু’গ্রুপের মাঝে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি