ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২ জুন ২০১৮

কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ শাহজাহান (২৬) নামে সাত মামলার আসামি নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত শাহজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ৭টি মামলা রয়েছে। তিনি একই এলাকার ফরিদুল আলমের ছেলে।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় দুই বাহিনীর বন্দুকযুদ্ধে শাহজাহান নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, চার রাউন্ড কার্তুজ ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
শাহজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, সরকারি কর্মচারীকে মারধর, বন মামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের মামলা রয়েছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি