ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ৫ জুন ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে  সদরে ঝড়বৃষ্টির সময়  আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বুলবুলহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বজ্রপাতে নিহতরা হলো- ওই ইউনিয়নের সোনাপট্টি গ্রামের তৈমুর রহমানের ছেলে গাউস (৫), নুরুল ইসলামের ছেলে ফয়সাল (১৫) ও ইসাহাক আলীর ছেলে ইমন (১৪)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মঞ্জুর রহমান গণমাধ্যমকে জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়বৃষ্টির সময় ৩ জন বাড়ির কাছেই বুলবুলহাট সংলগ্ন আম বাগানে আম কুড়াতে যায় । এ সময় বজ্রপাতে ৩ জনই ঘটনাস্থলে মারা যায়।   

কেআই/এসি     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি