ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৭ জুন ২০১৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সুজন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুজন চাঁপাইনবাবগঞ্জ সদরের আজাইপুর গ্রামের জাহানুরের ছেলে। আহত ব্যক্তি হলেন চালক নাজিবুর (২৫)। তিনি জেলার শিবগঞ্জের খাসেরহাটের নায়েজ উদ্দীনের ছেলে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেলে করে দু`জন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে রাস্তায় দাঁড়ানো একটি কাঠের গুঁড়ি ভর্তি ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন চালক নাজিবুর। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি