ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টানা বর্ষণে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ১১ জুন ২০১৮ | আপডেট: ০৯:২৪, ১১ জুন ২০১৮

টানা বর্ষণে রাঙ্গামাটিতে বিপর্যস্ত জনজীবন। রোববার সকাল থেকে অল্প বৃষ্টি হলেও বিকেল ও রাতের পর ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটছে।  তবে এসব ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে রাতে ভারী বর্ষণে শহরের চম্পকনগর, শিমুলতলি, ভেদভেদি ও কলেজ গেট এলাকায় পাহাড় ধসে পড়েছে বলে জানা গেছে। অপরদিকে ঘাগড়ার শালবন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তায় পড়লে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়াও বিভিন্ন স্থানে পাহাড়ধসের খবর পাওয়া গেছে।
ভারি বর্ষণের কারণে দুপুরের পর থেকে শহরে বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলন, আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি