ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৬, ১৩ জুন ২০১৮ | আপডেট: ০৯:৩৬, ১৩ জুন ২০১৮

নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি নয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫৭ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। আটকেরা হলেন শহরের নাগড়া এলাকার মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে আইনজীবী রনি বিশ্বাস (৪০), বারহাট্টা রুটের মৃত কিতাব আলীর ছেলে কামাল আহম্মেদ মানিক (৪৫), নাজমুলের ছেলে একান্ত (২০), মৃত রোমালা সরকারের ছেলে রাকেশ সরকার (৩৫), পুকুরিয়া এলাকার মৃত উপেন্দ্র রায়ের ছেলে জীবন (৪২), চকপাড়া এলাকার মৃত দিনগন্ধয়ের ছেলে নয়ন (৩০), সদরের আগুনহাটি গ্রামের মো. আবু ছায়েদ নূরীর ছেলে মো. হালিম শেখ (২৩), আটপাড়া উপজেলার মৃত ধ্বনি সরকারের ছেলে রঞ্জিত সরকার (২৮) ও তেলিগাতি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে লিটন (৩৫)।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, গ্রেফতারদের প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ২৫৭ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফের মামলা করা হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি