ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজার ও ফেনীর কয়েক হাজার মানুষ পানিবন্দী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী ও মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এদিকে মৌলভীবাজার ও ফেনীর নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
মৌলভীবাজারের মনু ও ধলাই নদের পানি ১১ ফুট বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের স্রোতে ভোরে মনু নদীর কুলাউড়ার ৩টি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এদিকে কমলগঞ্জের পুরাতন প্রতিরক্ষা বাঁধ ও ধলাই নদীর বাঁধ ভেঙ্গে জনপদে পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে ও ফুলগাজী অংশে প্রতিরক্ষা বাধের দুটি স্থানে ভাঙন শুরু হওয়ায় ফুলগাজী ও পরশুরামের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল এখনও পানির নিচে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি