ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পঞ্চগড়ে বড় ভাইকে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৫ জুন ২০১৮ | আপডেট: ০৯:০২, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের বোদা উপজেলায় পারিবারিক কলহের জেরে রেজাউল করিম লেবু (৪৫) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আরেক ভাই ওমর ফারুক আহত হন। ঘটনার পর থেকে ছোট ভাই মিনহাজ আলী (২২) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাজলদীঘি কালিয়াগছ ইউনিয়নের গেদেরকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  পঞ্চগড় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে গেদেরকুড়ি বাজারে ওই এলাকার সিরাজ উদ্দিনের বড় ছেলে রেজাউল করিম লেবুর সঙ্গে তার ছোট ভাই মিনহাজ আলীর কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিনহাজ তার পান দোকানের শুপারি কাটার ছুরি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি আঘাত করে। আহতাবস্থায় রাত ১২টার দিকে লেবুকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জানা গেছে, ছয় ভাই এবং তিন বোনের মধ্যে রেজাউল করিম লেবু সবার বড় এবং মিনহাজ আলী সবার ছোট।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি