ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে বাসচাপায় মটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় দীপঙ্কর বণিক (১৯) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মটরসাইকেলের অপর আরোহী অপূর্ব পোদ্দার (২০) ।

বৃহস্পতিবার রাতে উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দীপঙ্কর উপজেলার রঘুনাথপুর গ্রামের ভূপতি বণিকের ছেলে বলে জানা গেছে।

ওসি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মান্দারতলার একটি ফিলিং স্টেশন থেকে ড্রামে তেল নিয়ে মোটরসাইকেল করে রঘুনাথপুর গ্রামে যাচ্ছিলেন দীপঙ্কর ও অপূর্ব। এ সময় একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দু’জন রাস্তায় পড়ে যান। একই সময় একটি বাস এসে দীপঙ্করকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দীপঙ্কর। এ দুর্ঘটনায় গুরুতর আহত অপূর্বকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি