ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রংপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৫ জুন ২০১৮

রংপুর সদর উপজেলায় লেবু মিয়া (৪৭) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার সলেয়াশাহ ব্রিজ সংলগ্ন মহেশপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত লেবু মিয়া ওই উপজেলার মহাদেবপুর গান্দারপাড়া গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। লেবু মিয়া আগে তামাকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তার মুরগির হ্যাচারি রয়েছে এবং তিনি স্থানীয় একটি ইটভাটায় চাকরিও করতেন।

এসআই মনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে খবর পেয়ে উল্লেখিত এলাকা থেকে লেবু মিয়ার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে  বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি