ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১৫ জুন ২০১৮ | আপডেট: ১৫:৪০, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।  তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিমতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিদর্শক মিজানুর রহমান বলেন, শুক্রবার ১১টার দিকে বান্দরবান থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা পটিয়ার একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের  উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি