ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৭ জুন ২০১৮

নেত্রকোনা সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত সেই যুবকের নাম হারেছ মিয়া (৩২)।
শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার মৌগাতি ইউনিয়নের বাদেবহর গ্রামের ফোটাবিলে এ ঘটনা ঘটে। হারেছ একই গ্রামের মৃত আবুল মনসুর গোপাল মিয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ফোটাবিলের ফসলি জমি থেকে মরদেহ উদ্ধারের সময় একটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি