ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১১:১৫, ১৯ জুন ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কক্সবাজারের উখিয়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রত্নাপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমাবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দু`মেয়ে সাফা (৭) ও মারওয়া (৯) এবং তার ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা তিনজনই চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, ঈদ উপলক্ষে তাদের বাড়িতে মেহমান এসেছে। মেহমানের সঙ্গে আসা অন্য শিশুদের নিয়ে খেলছিল চাচাতো ভাই-বোন সাফা- মারওয়া ও ফাহিম। ধারণা করা হচ্ছে, এ সময় দৌঁড়াতে গিয়ে অসাবধানতা বশত: মারওয়া-সাফা ও ফাহিম উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তিন ভাইবোনের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি