ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফেনীর সোনাগাজী

কুপিয়ে যুবলীগ কর্মীর হাত-পা আলাদা করে দিয়েছে দুর্বৃত্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২১ জুন ২০১৮

ফেনীর সোনাগাজীতে নূর উদ্দিন নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় নূর হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার রাতে যুবলীগ কর্মী নূর উদ্দিনকে কুপিয়ে তার একটি হাত ও পা আলাদা করে দেয় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি