ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা, আশ্রয়কেন্দ্রগুলোতে ও ভোগান্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজার ও হবিগঞ্জে এখনও বন্যার পানি না নামায় আশ্রয় কেন্দ্রে রয়েছে হাজার হাজার মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার, পানি ও পয়:নিস্কাশনসহ নানা সমস্যায় বানবাসী মানুষ রয়েছে চরম ভোগান্তিতে। 

গত আট দিন ধরে পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে এসব আশ্রয়কেন্দ্রে।

মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি উপচে গ্রামীণ রাস্তা ভেঙ্গে তলিয়ে যায় খলিলপুর ইউনিয়নের হামর কোনাসহ আশপাশের গ্রাম। এরপর থেকে পানিবন্দি এখানকার অন্তত ২০ হাজার মানুষ।

এরিমধ্যে সরকারি চালও শেষ হয়ে গেছে আশ্রিতদের। এছাড়া খাবার পানিও পয়নিস্কাশনের সমস্যাতো রয়েছেই।

তবে  জেলা প্রশাসক জানালেন প্রর্যাপ্ত ত্রাণ রয়েছে প্রয়োজনে আবার দেয়া হবে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিবন্দি হয়ে পড়ে ৭টি গ্রামের মানুষ। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে অনেককেই। এদিকে বুধবার বিকেল থেকেই পানি নামতে শুরু করেছে।

কুড়িগ্রামের ধরলা, তিস্তা,ব্রহ্মপুত্র ও দুধকুমার নদসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের মানুষ নিচ্ছে বন্যা মোকাবেলার প্রস্তুতি। পর্যাপ্ত পরিমাণে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা না থাকায় বন্যায় প্রায় ৪লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি