ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনায় গৃহবধূকে ছুরিকাঘাতে খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ময়না আক্তার (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার কৈলাটি ইউনিয়নের চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী সাইকুল ইসলামকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাইকুল ও তার দ্বিতীয় স্ত্রী ময়না শুক্রবার একই ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ ভোর ৪টার দিকে ঘরের দ্বিতীয় দরজা দিয়ে কে বা কারা প্রবেশ করে ময়নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ময়নার চিৎকারে পাশে শুয়ে থাকা তার স্বামী ঘুম থেকে উঠে দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি