ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৫ জুন ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাইয়ুম (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তারা দু’জনই মাদক ব্যবসায়ী।
নিহত কাইয়ুম চোকা মনাকশা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং আহত হয়েছেন একই এলাকার মৃত কলিম উদ্দীনের ছেলে ফিরোজ।
ডিবি পুলিশের এসআই গোলাম রসুল জানান, রবিবার রাত দুইটার দিকে শিবগঞ্জের চোকা মনাকষা গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও শিবগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়।

তিনি আরও জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণ পরে চিকিৎসকরা কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ভর্তি করা হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি