ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাতীয় নির্বাচনের আলামত মিলবে গাজীপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৫:২২, ২৫ জুন ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তার একটি আলামত মিলবে গাজীপুর সিটি নির্বাচনে। খুলনা সিটি নির্বাচনের মতো একটি নির্বাচন অায়োজনের মাধ্যমে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে নাকি ‍সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন ‍সুষ্ঠু করবে তার একটি স্পষ্ট বার্তা পাওয়া যাবে বলে মন্তব্য করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় গাজীপুর সিটি নির্বাচনে যেন খুলনা সিটি নির্বাচনের পুনরাবৃত্তি না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আমি সকলের কাছে আশা করবো- গাজীপুরে যেন খুলনার পুনরাবৃত্তি না হয়। ড. মজুমদার আরও বলেন, ‘ভোরের প্রভাত দেখে সকাল বেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে। এ নির্বাচনগুলো যদি সঠিক না হয়- এর থেকে আমরা একটা ইঙ্গিত পাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে। আলামত দেখা যায় না, সব কিছুই অদৃশ্য বলেও মন্তব্য করেন তিনি।

টিআর/ এমজে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি