ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুকুর থেকে স্কুল ছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজীতে নিখোঁজের পাচঁ ঘণ্টা পর আছমা আক্তার শোভা নামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার মধ্যরাতে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সল্পমান্ডারী গ্রামের আনোয়ার মিঞা বাড়ীর পাশের পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শোভা একই এলাকার দুলাল হোসেনের মেয়ে। সে কাজিরহাট মডেল হাই স্কুলে অধ্যয়নরত ছিল।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় স্কুল ছাত্রী শোভা পানি আনতে গিয়ে বাড়ী থেকে নিখোঁজ হয়।

পরে রাতে স্থানীয়রা পুকুরে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারকে অবহিত করে।

একপর্যায়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের স্বজনদের দাবী তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।   

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি