ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২৬ জুন ২০১৮

যশোরের চৌগাছা উপজেলায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ভোরে উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

চৌগাছা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কিন্তু তার নাম-পরিচয় জানা যায়নি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি