ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৬ জুন ২০১৮

ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় আহত হয়েছেন ডিবি পুলিশের পাঁচ সদস্য। ভোলা ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার উত্তর ও দক্ষিণ দিঘলদীর সীমান্তবর্তী বাঘবারা বাঁধ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, একটি রাম দা ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাকির উত্তর দিঘলদী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে বলে জানা গেছে। জাকিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র, বিস্ফোরক ও খুনসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে বাঘমারা বাঁধ এলাকার একটি মাছের আড়তে মাদক বিক্রি ও আধিপত্য বিস্তার নিয়ে মাদক বিক্রেতাদের দু’টি গ্রুপ বিরোধে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযানে গেলে মাদক বিক্রেতারা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাদকবিক্রেতা জাকির নিহত হন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি