ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৮ জুন ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল আলিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজশাহীর তানোরের দেলোয়ার হোসেনের স্ত্রী ওয়ারিন আক্তার (২০) ও তার ভাগ্নি  একই উপজেলার জিয়ান চানপুর গ্রামের ফরহাদের মেয়ে ফারিহা ইসলাম (৩)।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল আলিম খান জানান, রাজশাহীর তানোরের অধিবাসী  দেলোয়ার হোসেন তার স্ত্রী ওয়ারিন আক্তার ও ভাগ্নি ফারিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে তার শশুরবাড়ি চাঁপাইনবাবগঞ্জের সরজনে যাচ্ছিল। বিকেলে সাড়ে ৫ টার দিকে বালুগ্রাম কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওয়ারিন ও ফারিয়া ঘটনাস্থলেই মারা যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি